১০ পুলিশ পরিদর্শককে বদলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে ১০ পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জেলার এক থানা থেকে আরেক থানায় এ বদলির আদেশ দেন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জানা যায়, রিজার্ভ অফিসার মো. মজিবুর রহমানকে সদর থানায় ইন্সপেক্টর (অপারেশন্স), ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন্স) আনোয়ার হোসেনকে একই থানায় ইন্সপেক্টর (তদন্ত), মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেনকে ফতুল্লা মডেল থানায় ইন্সপেক্টর (অপারেশন্স), ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুকান্ত দত্তকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ. হককে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পুলিশ অফিস অপরাধ শাখার পুলিশ পরিদর্শক আব্দুস সামাদকে ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহা. গোলাম মোস্তফাকে রূপগঞ্জ থানায় ইন্সপেক্টর (তদন্ত), আড়াইহাজার থানার ইন্সপেক্টর (তদন্ত) আনিসুর রহমান শিবলীকে সিদ্ধিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত), আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অপারেশন্স) সাইফুদ্দিনকে একই থানার ইন্সপেক্টর (তদন্ত) এবং টানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুককে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন্স) হিসেবে বদলি করা হয়েছে।