×

জাতীয়

তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

ছবি : সংগৃহীত

   

বাংলাদেশ সরকার তিন অতিরিক্ত আইজিপিসহ পুলিশের আরো ১৩ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সরকারের পক্ষ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। অবসরপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন—মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীর।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তাকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে অবসর দেয়া হয়েছে। এই তিন কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই পদক্ষেপটি সাম্প্রতিককালের একটি ধারাবাহিক সিদ্ধান্তের অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর আগে ২ সেপ্টেম্বর র‍্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ, হাইওয়ে পুলিশের প্রধান শাহাবুদ্দিন খান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও সর্বশেষ ট্যুরিস্ট পুলিশে কর্মরত খন্দকার মহিদ উদ্দিনকে অবসর দেয়া হয়।

এছাড়া, ২ সেপ্টেম্বরই আরো এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার লুৎফুল কবির, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মীর রেজাউল আলম, নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপমহাপরিদর্শক চৌধুরী মঞ্জুরুল কবির এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপমহাপরিদর্শক (ডিআইজি) ইমাম হোসেনকে অবসর দেয়া হয়।

অন্যদিকে, আগস্ট মাসে একাধিক পুলিশ কর্মকর্তাকেও অবসর দেয়া হয়। ২৭ আগস্ট পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক এবং কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলামকে অবসর পাঠানো হয়। ২২ আগস্টও অবসর দেয়া হয় অতিরিক্ত মহাপরিদর্শক (সাবেক সিআইডি প্রধান) মোহাম্মদ আলী মিয়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান এবং পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) জয়দেব কুমার ভদ্রকে।

২১ আগস্ট অবসর দেয়া হয় অতিরিক্ত মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম, সদর দপ্তরের উপমহাপরিদর্শক (অতিরিক্ত মহাপরিদর্শক-সুপারনিউমারারি) মো. আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামানকে। ১৩ আগস্টও আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়িত্বরত রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান এবং পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মো. আবদুল বাতেনকে অবসর দেয়া হয়।

গত ৭ আগস্ট ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখা (এসবি) প্রধান মনিরুল ইসলামকে সন্ত্রাসবিরোধী কার্যক্রমের কারণে পদাবনতি করে পুলিশের অন্যান্য দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল এবং পরবর্তীতে তাদেরও চাকরি থেকে অবসরে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App