১ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশে টহল দিচ্ছে পাকিস্তানি বাহিনী: নিঝুম মজুমদারের দাবি নিয়ে যা জানা যাচ্ছে
বাংলাদেশে টহল দিচ্ছে পাকিস্তানি বাহিনী! সম্প্রতি রাজশাহীর আদালত প্রাঙ্গণে পাকিস্তানের বিশেষ সশস্ত্র বাহিনী প্রবেশ করেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার করা হয়েছে। একই ভিডিও ঢাকার রাস্তার দৃশ্য বলে প্রচার হয়েছে ভারতীয় গণমাধ্যমেও। ভারতের আজতক বাংলার এক ভিডিও প্রতিবেদনে উক্ত ভিডিও দেখিয়ে পাকিস্তানের পাঞ্জাবের সোয়াত টিমের সদস্যরা ঢাকায় এসেছে বলে দাবি করা হচ্ছে।
ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন: তারেক রহমান
নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনারা ধৈর্য হারাবেন না। নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবে বিশ্বাস রাখুন। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশের ঊর্ধ্বতন ৬৫ কর্মকর্তাকে বদলি
একযোগে বদলি করা হয়েছে পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৬৫ কর্মকর্তাকে। এদের মধ্যে তিনজন ডিআইজি, ১৪ জন অতিরিক্ত ডিআইজি ও ৪৮ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আছে। বুধবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে উপ-সচিব আবু সাঈদের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়া হয়েছে।
১৪ দিনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র সম্ভব: রিজওয়ানা হাসান
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময়ের মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়া সম্ভব । বুধবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশে এলো ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স
বিদায়ী ডিসেম্বরে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার। এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। ডিসেম্বরে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স। বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২৫ সালে আর্থিক প্রতিষ্ঠানের ছুটির তালিকা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে শুক্রবার ছাড়াও নতুন বছর ২০২৫ সালে আরো ২৩ দিন আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) থেকে এ ব্যাপারে একটি নির্দেশনা জারি করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আর্থিক প্রতিষ্ঠান ছুটির এ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
হাসিনাকে না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না : পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠালেও বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হবে না। বুধবার (০১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তিনি এ কথা জানান।
পাঠ্যবইয়ে থাকছে ‘বঙ্গবন্ধু’ ও ৭ মার্চ
২০২৫ শিক্ষাবর্ষে সরকারের বিনামূল্যের পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস যৌক্তিকভাবে তুলে ধরার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাঠ্যবইয়ে ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘বঙ্গবন্ধু’ হিসেবে শেখ মুজিবুর রহমানও থাকছেন যথাযথ মর্যাদায়। থাকছে ঐতিহাসিক ৭ মার্চও। বাদ যাচ্ছে না ১৯৬৯ সালে শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু খেতাব পাওয়ার বিষয়টিও। সংবাদমাধ্যম অনুযায়ী, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এ রিয়াজুল হাসান বলেন, ‘বঙ্গবন্ধু আছেন ৭ মার্চের জায়গায়, উনি বঙ্গবন্ধু হিসেবে আছেন। ১৯৬৯ সালে তাকে বঙ্গবন্ধু খেতাব দেয়া হয়েছে সেটাও আছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে যার যতটুকু অবদান ততটুকুই আছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৪ প্রসিকিউটর নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন টিমে দায়িত্ব পালনের জন্য আরো চার প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে এক প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন বছরে সূচনা হলো এক নতুন প্রজন্মের, 'জেনারেশন বিটা'
২০২৫ সালের জানুয়ারির প্রথম দিন থেকে জেনারেশন বিটা প্রজন্মের সূচনা হয়েছে। ২০২৫ থেকে ২০৩৯ সালের মধ্যে জন্ম নেয়া সবাই এই প্রজন্মের অন্তর্ভুক্ত হবে। এর ফলে জেনারেশন আলফা আর কনিষ্ঠ প্রজন্ম নয়। জেনারেশন বিটা হবে সপ্তম প্রজন্ম, যার নামকরণ প্রথা শুরু হয়েছিল ১৯০১ সালে গ্রেটেস্ট জেনারেশন দিয়ে।
গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসনের বিষয়ে ভাবতে হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মানসিক ও সামাজিকভাবে পুনর্বাসনের বিষয়ে ভাবতে হবে। জুলাইয়ে আহত যোদ্ধাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা করব। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় এই কথা জানান তিনি।