×

জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও কেল্লা নির্মাণে অপচয়, অনুসন্ধানে দুদক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও কেল্লা নির্মাণে অপচয়, অনুসন্ধানে দুদক

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কেল্লা নির্মাণে হাজার হাজার কোটি টাকা অপচয়ের সঙ্গে জড়িতদের খুঁজতে অনুসন্ধানে নেমেছে দুদক। ছবি: সংগৃহীত

   

দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুজিব কেল্লা নির্মাণের নামে হাজার হাজার কোটি আর্থিক ক্ষতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিগত সরকারের আমলে সুবিধাভোগী রাজনীতিবিদ, আমলা ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও লুটপাটের অভিযোগে বেশ কয়েকটি মামলাও করেছে এ সংস্থাটি।

মুজিববর্ষ পালনকে কেন্দ্র করে সারা দেশে ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেশ কয়েকটি মামলাও করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা- ১ আসনের সাবেক এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ও তার স্ত্রী আকতারী জোয়ার্দ্দারের বিরুদ্ধেও ১১ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, এতে খরচ হয় প্রায় ৪ হাজার কোটি টাকা। এই অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত বা কীভাবে ব্যয় করা হয়েছে তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নেমেছে দুদক। একইভাবে মুজিব কিল্লা নির্মাণ ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হবে। 

আরো পড়ুন: বিএফআইইউর সাবেক প্রদানের বিরুদ্ধে দুদকের মামলা

এ বিষয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সরকারি অর্থ অপচয় ও তছরুপের মাধ্যমে দেশজুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য ম্যুরাল নির্মাণে হাজার কোটি টাকা ব্যয়ের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

এ ছাড়া তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জন বিষয়ে অভিযোগ সংশ্লিষ্ট আকতারী জোয়ার্দ্দার এবং অবৈধ সম্পদে সহায়তার জন্য তার স্বামী সোলায়মান হক জোয়ার্দ্দারের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা রুজুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এদিকে সরকারি প্রকল্পের টাকা লোপাটের মামলায় জড়িয়েছেন সাবেক ডাক বিভাগের মহাপরিচালক শুধাংশু শেখর ভদ্র। তার বিরুদ্ধে প্রায় ৯২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনেছে দুদক। এছাড়া ঋণের নামে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ৬ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। নতুন করে ব্যাংকে ১৩৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক বলেন, অপরাধের দালিলিক প্রমাণসহ প্রাসঙ্গিক যা যা দরকার হয়, সব রেকর্ড সংগ্রহ করবেন তদন্তকারী কর্মকর্তারা। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App