×

জাতীয়

৩ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ পিএম

৩ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

শেখ হাসিনাকে ফেরত দেয়ার বিষয়ে সর্বশেষ যা বললো ভারত

ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিনি এখনো ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, দুর্নীতিসহ নানা অভিযোগে মামলা করা হয়। 

ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে টিউলিপকে অপসারণ, নেপথ্যে যা জানা গেলো

সম্প্রতি ব্রিটিশ দুর্নীতিবিরোধী পদ থেকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে অপসারণ করা হয়েছে শীর্ষক দাবি কতিপয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল : প্রধান উপদেষ্টার প্রেসসচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি ঘটেছে। গত পাঁচ মাসে অন্তর্বর্তী সরকার ৯০ শতাংশ সফল। দেশের একটি গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব।

বিশাল সোনার খনি বিক্রি করে দিচ্ছে পাকিস্তান!

বেশ কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে জর্জরিত পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিভিন্ন মিত্র দেশের কাছ থেকে একাধিকবার আর্থিক সহায়তা নেয়া সত্ত্বেও সংকট কাটিয়ে উঠতে পারেনি ইসলামাবাদ। তবে, তাদের সম্পদের ভাণ্ডারে রয়েছে এক বিশাল গুপ্তধন, যা দীর্ঘদিন ধরে তাদের আশার আলো দেখিয়ে আসছে।

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ ভারতের

নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারতের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করা। শুক্রবার (৩ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

‘আশরাফের তিন জানাজা হবে শুনে বিরক্তি প্রকাশ করেছিলেন শেখ হাসিনা’

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জানিয়েছেন, আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন।  শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত ‘হাঁটে হাড়ি ভাঙা’ শীর্ষক প্রথম পর্বের পোস্টে এ কথা জানান সোহেল তাজ ।

শীতের মেয়াদকাল কি কমে আসছে?

‘প্রচুর ঠান্ডা পড়ছে রংপুরে। আমাদের হাত-পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে’, বলছিলেন রংপুর সদরের চা বিক্রেতা রহিম মিয়া। অনেকটা একই অবস্থা পঞ্চগড়ের তেতুলিয়ায়। শুক্রবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন ৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এখানে।

সাবেক শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কার বিরুদ্ধে কত মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে মানুষ হত্যার অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে এখন পর্যন্ত ৯৫২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দেশের বিভিন্ন থানা ও আদালতে এসব মামলা হয়। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন ২৮ পুলিশ সদস্য। এরমধ্যে সবচেয়ে বেশি হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামি হলেন- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন প্রধান হারুন অর রশীদ। 

সেদিন সেনাকুঞ্জে শেখ হাসিনাকে জুতা ছুড়ে মারেন সেনা অফিসাররা

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সেই সময়ের বিডিআর সদরদপ্তরে ঘটে যাওয়া বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। দেশের সীমানা পেরিয়ে গোটা বিশ্বে ওই ঘটনা আলোড়ন তোলে। এ হত্যাকাণ্ডের পরপরই  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান সেনাকুঞ্জে। সেই সময় তার সঙ্গে যা ঘটে তার বর্ণনা দিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিন। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষৎকারে সেই দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন তিনি।

বিশ্বজুড়ে কমেছে খাদ্যপণ্যের দাম

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে চিনির দাম কম থাকায় ডিসেম্বরে ‘বিশ্ব খাদ্যমূল্য সূচক’ আগের মাসের তুলনায় সামান্য কমেছে। তবে সূচকটি এখনো ২০২৩ সালের ডিসেম্বরের তুলনায় উল্লেখযোগ্যভাবে উঁচু অবস্থানে রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App