মেট্রোরেলের দরজায় আটকা পড়েন নারী যাত্রী, অতঃপর...

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত
সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। ট্রেন ও প্ল্যাটফর্মের গেটের মাঝে দুজন নারী যাত্রী আটকা পড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।
রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়। পরে টেকনিক্যাল টিম সমস্যা সমাধান করলে সকাল ১০টা ১৩ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
মেট্রোরেল সূত্র বলছে, দুই দরজার মাঝে এক নারী যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এতে দরজা বন্ধ হচ্ছিল না। ফলে ২৮ মিনিটের মতো মেট্রোরেল চলাচলে বিঘ্নিত হয়। এর জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি।
হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ হওয়ায় অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।