আর সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না ডিবি পুলিশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
গোয়েন্দা পুলিশের কোনো সদস্য যেন আর সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করে, সেজন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার ( ৬ জানুয়ারি) ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। এও বলা হয়েছে যে, এরা (ডিবি পুলিশ) সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্ট করবে না। তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে। আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে তারা কোনো কাজ করবে না।
এর আগে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি জানান, বাংলাদেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একসময় চিন্তা করছিলাম, পুলিশ ভেরিফিকেশনটাই উঠায় দিবো। শুধু আমরা কার্ডের (জাতীয় পরিচয়পত্র) উপরেই দিবো, যেহেতু পুলিশ ভেরিফিকেশনে জনগণের একটু হ্যারাসমেন্ট হয়। কিন্তু রোহিঙ্গার সমস্যার যে কথা বললেন, এটার কারণে জিনিসটা উঠানো যাচ্ছে না।