আন্দোলনে নিহত-আহতদের পরিবারের জন্য ৬৩৮ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বাজেট বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম জানান, বরাদ্দকৃত অর্থের মধ্যে ২৩২ কোটি ৬০ লাখ টাকা চলতি অর্থবছরের বাজেট হতে ব্যয় করা হবে। এছাড়া বাকি টাকা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে বরাদ্দ করা হবে।
তিনি বলেন, এই প্রক্রিয়ায় নিহতদের পরিবারকে জানুয়ারিতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং জুলাইতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করা হবে। একইসঙ্গে আহতদের ৫ লাখ থেকে ১ লাখ টাকা পর্যন্ত নগদ অর্থের পাশাপাশি চিকিৎসার প্রাসঙ্গিক ব্যয় পর্যায়ক্রমে মেটানো হবে।
তথ্য উপদেষ্টা আরো বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরকে সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে।