ফারুকের ওপর হামলা
গ্রেপ্তার ২ জনের জামিনে নিন্দা গণঅধিকার পরিষদের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

ছবি: ভোরের কাগজ
গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ২ আসামি জামিন পাওয়ায় নিন্দা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আহত ফারুক হাসানকে দেখতে গিয়ে নিন্দা জানিয়েছেন তিনি।
এ সময় গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, ‘বিচার বিভাগ এখনো স্বাধীন হতে পারেনি বলেই গ্রেপ্তার আবীর আহমেদ ও কোরবান শেখ হিল্লোল এতো দ্রুত জামিন পেয়েছে।’
জুলাই আন্দোলনে আহতদের নিয়ে নাটক করতেই হামলাকারীরা নানা বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে আহত ফারুক হাসানও।
কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় করা মামলায় ভোর ৪টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকা থেকে জাতীয় বিপ্লবী পরিষদের দুই কর্মী মো. শরীফ মিজি ও মো. কোরবান শেখ হিল্লোলকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের ১১ ঘণ্টা পরই জামিন পায় দুই আসামি। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।
আরো পড়ুন: গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা: গ্রেপ্তারের ১১ ঘণ্টা পর ২ আসামির জামিন
মামলার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি দুপুর ২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে অংশ নেন ফারুক হাসান। তিনি সবাবেশে বক্তব্য দেয়ার সময় আসামিরা কয়েকবার তাকে বাঁধা দেয়। পরে বক্তব্য শেষ হলে পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতাবদ্ধে তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। আসামি এসকে আবির আহামেদ শরীফ হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা টিপ ছুরি দিয়ে ফারুকের কপালে মারলে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। আসামি হিল্লোলসহ অন্যরা তাকে এলোপাতাড়িভাবে কিল, ঘুষি মেরে ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার পরনে থাকা কাপড় চোপড় ধরে টানা হেঁচড়া করে ছিঁড়ে ফেলে। এসময় তার কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় ৫ জানুয়ারি ফারুক হাসান নিজে বাদী হয়ে মামলা করেন।