
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ১০:৪০ এএম
আরো পড়ুন
বকশীবাজারে অস্থায়ী আদালতে আগুন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৩২ পিএম

ছবি: সংগৃহীত
রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেয়া হয়েছে। আগুনে কিছু নথিপত্র ও আসবাব পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে চকবাজার থানা পুলিশ।
এ বিষয়ে চকবাজার থানার ওসি রেজাউল হোসেন গণমাধ্যমকে বলেন, আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ তো অনেক বড়, দুটি গেট তালাবদ্ধ ছিল। বাইরে ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। বৃহস্পতিবার ভোরে অন্ধকারের মধ্যে কে বা কারা আদালতের একটি কক্ষে আগুন দেয়। এতে কিছু কাগজপত্র, আসবাব পুড়ে যায়।
তিনি আরো বলেন, কারা কাজটি করেছে, সেটি জানা যায়নি। ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। যদিও এর আগে গত ৫ আগস্টেই এই মাদ্রাসায় স্থাপিত আদালত প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওসির।
টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ছবি: সংগৃহীত
রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেয়া হয়েছে। আগুনে কিছু নথিপত্র ও আসবাব পুড়ে গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে চকবাজার থানা পুলিশ।
এ বিষয়ে চকবাজার থানার ওসি রেজাউল হোসেন গণমাধ্যমকে বলেন, আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ তো অনেক বড়, দুটি গেট তালাবদ্ধ ছিল। বাইরে ছিল ফায়ার সার্ভিসের একটি গাড়ি। বৃহস্পতিবার ভোরে অন্ধকারের মধ্যে কে বা কারা আদালতের একটি কক্ষে আগুন দেয়। এতে কিছু কাগজপত্র, আসবাব পুড়ে যায়।
তিনি আরো বলেন, কারা কাজটি করেছে, সেটি জানা যায়নি। ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। যদিও এর আগে গত ৫ আগস্টেই এই মাদ্রাসায় স্থাপিত আদালত প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ওসির।