মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে প্রতিবেদন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ এএম

তথ্য কমিশনার মাসুদা ভাট্টি। ছবি : সংগৃহীত
তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতি এম. সাহাবুদ্দিনের কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। চলতি সপ্তাহে এই প্রতিবেদন পাঠানো হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রতিবেদন পাঠানোর বিষয়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে জানানো হয়েছে।
এবিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেন, তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে এ সপ্তাহে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনটি পাঠানো হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি।
গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ পর আর প্রকাশ্যে আসেননি তথ্য কমিশনার মাসুদা ভাট্টি। তিনি অফিসে আসেন না, পদত্যাগও করেননি। আছেন আত্মগোপনে। এমন অবস্থায় করণীয় ঠিক করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে চিঠি দিয়েছে সরকার।
আরো পড়ুন : তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চিঠি সরকারের