১০ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১১:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
দ্বিতীয় বিশ্বযুদ্ধে লুকিয়ে রাখা ইউরোপের রাজকীয় গুপ্তধনের সন্ধান মিললো
লিথুনিয়ার ভিলনিয়াস ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে যুগান্তকারী ঐতিহাসিক সম্পদ, যা মধ্যযুগীয় ইউরোপের রাজপরিবারগুলোর গৌরবময় ইতিহাসকে আবারো স্মরণ করিয়ে দেয়। আবিষ্কৃত সম্পদের মধ্যে রয়েছে রাজমুকুট, রাজদণ্ড, চেইন, পদক, আংটি এবং কফিন প্ল্যাক, যা পোল্যান্ড এবং লিথুনিয়ার রাজপরিবারের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সাভারে নিহত বাবা-মা-ছেলের দাফন সম্পন্ন হলো টাঙ্গাইলে
সাভারে গাড়ির ধাক্কায় অ্যাম্বুলেন্সে আগুন লেগে নিহত বাবা-মা ও ছেলেকে গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইলে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ভবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজনের জানাজা অনুষ্ঠিত হয়। নিহত অপরজনকে গোপালপুরে দাফন করা হয়েছে।
সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি, ঢাকায় বিক্ষোভ
টঙ্গীর ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালে রাতের আধারে ঘুমন্ত তাবলিগ জামাতের সাথীদের ওপর হামলা, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে তাবলিগ জামাতের সাদপন্থি গ্রুপকে নিষিদ্ধের দাবি জানিয়েছে তাবলিগ জামাতের শূরায়ে নেজাম (জোবায়েরপন্থি) গ্রুপ।
সংস্কার পরিকল্পনা এগিয়ে নিয়ে আমরা বিদায় নেবো: শিল্প উপদেষ্টা
সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে
এবারই প্রথম সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পিছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে।
অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ।
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নামে চতুর্থ মামলা
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মানিকগঞ্জ জেলা বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে।
ভারতের আমন্ত্রণে এক হতে যাচ্ছে ৩ দেশ!
ভারতের আবহাওয়া অধিদপ্তরের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সেই সময়ে অবিভক্ত ভারতের অংশ ছিল এমন দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। ‘অবিভক্ত ভারত’ শীর্ষক ওই সেমিনারে অংশগ্রহণের জন্য পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কার এবং নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে।
থানা থেকে পালালেন এক ওসি, প্রত্যাহার হলেন আরেকজন
পুলিশ হেফাজত থেকে ঢাকার উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমের পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিন দেশে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর ৫৮০ এপার্টমেন্ট, আরো সম্পদের খোঁজে দুদক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামানের যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট ৫৮০টি এপার্টমেন্টের সন্ধান মিলেছে। আরো সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান টিম।
টিউলিপের বিকল্প খুঁজছে ব্রিটিশ সরকার
বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল লেবার পার্টি। বর্তমানে সিটি মিনিস্টার হিসেবে দায়িত্বরত টিউলিপকে তার পদ থেকে সরিয়ে দিলে কারা সেই পদে দায়িত্ব নিতে পারেন, সেরকম একটি খসড়া তালিকাও নাকি প্রস্তুত করা হয়েছে। টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট নিয়ে ওঠা অভিযোগ ও শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসার পরই এই আলোচনা শুরু হয়।