ভারত-চীনে শনাক্ত নতুন ভাইরাস, সতর্কাবস্থায় ভোমরা স্থলবন্দর

কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত
ভারত ও চীন থেকে ছড়িয়ে পড়া নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়া রোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি ) থেকে স্থলবন্দরে একটি বিশেষ মেডিকেল টিম প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে এবং মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে।
সকালের শুরুতেই পাঁচ সদস্যের মেডিকেল টিম ভারত থেকে আসা যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালক ও হেল্পারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারো তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পাওয়া গেলে তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
ইমিগ্রেশনের পক্ষ থেকে পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে এবং সংক্রমণ প্রতিরোধে অন্যান্য সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যের চালান এবং চালক-হেল্পারদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
ভোমরা স্থলবন্দরের মেডিকেল টিমের ইনচার্জ এবং সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুস শহিদ বলেন, নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে। ভারত থেকে আসা সব যাত্রী এবং পণ্যবাহী ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি চীন ও ভারতের দুই শিশুর শরীরে নতুন এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে। করোনাভাইরাস এবং এমপক্সের মতো অতীতের মহামারির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন এই ভাইরাস মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভোমরা স্থলবন্দরের চেকপোস্টে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ভাইরাসটির বিস্তার রোধের জন্য নেয়া এই পদক্ষেপটি সংক্রমণ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।