‘বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে আরেকটা অভ্যুত্থান হবে’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৩:১২ পিএম

ছবি: ভোরের কাগজ
বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে আরেকটা অভ্যুত্থানের হবে বলে সরকারকে হুঁশিয়ারি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।
রবিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটায় রাজু ভাস্কর্যে বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এক সমাবেশে এক কথা জানান তিনি। সেইসঙ্গে অচিরেই বড় সমাবেশর করার কথাও জানান তিনি।
মাহিন সরকার বলেন, ২০০৯ সালে পিলখানায় হত্যাকাণ্ড যারা শহীদ হয়েছে তাদের ন্যায় বিচারের জন্য এখানে তাদের পরিবারের সদস্যরা এসেছে। এটি অত্যন্ত দুঃখজনক যে ২৪ এর অভ্যুত্থানের পরও আমাদের বিডিআর হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তের জন্য রাজপথে আন্দোলন করতে হচ্ছে। সরকারকে প্রশ্ন করে বলেন, আমাদের কেন আন্দোলন করতে হবে ? আমাদের কেন শাহবাগ ব্লকেড করতে হবে? এটি একটি গণদাবি। আজকে সারা বাংলাদেশের ৬৪টি জেলায় মানববন্ধন হচ্ছে, প্রচার প্রচারণা হচ্ছে। জনগণের মধ্যে প্রবল সাড়া পাওয়া গেছে। জনগণ চায় এর ন্যায্য বিচার হোক।
তিনি বলেন, গত ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে। সেখানে ২ এর (ঙ) ধারায় বলা হয়েছে, যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষীই থাকবে, তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আজকে যারা চাকরি হারিয়েছেন অন্যায়ভাবে তারা জানতোই না তাদের অপরাধ কি। তাদের অধিকার রয়েছে চাকরি ফেরত পাওয়ার। তাদের পরিবারের অধিকার রয়েছে সাধারণ নাগরিকের সুবিধার পাওয়ার।
মাহিন সরকার বলেন, ২০০৯ সালে সকাল ৯ টার পরে যখন এই ঘটনা ঘটে পিলখানা ঘটনা ঘটার তিন ঘণ্টা আগে বাংলাদেশ ভারত সীমান্তে রেডএলার্ট জারি করা হয়েছিল। এখানে স্পষ্ট বিদেশি শক্তির হাত আছে । যদি ন্যায়বিচার না আসে আরেকটা অভ্যুত্থানের হবে । আমরা জনশক্তিতে বিশ্বাসী কোন বিদেশী দালাল এজেন্সিতে বিশ্বাসী না।
তিনি আরো জানান, সরকারকে স্পষ্ট করতে হবে তাদের উপর এসব এজেন্সির কোন চাপ আছে কিনা । যদি চাপ থেকে থাকে তাহলে বলবো আপনারা জনগণের শক্তিতে বিশ্বাস রাখুন। জনগণের শক্তি এসব এজেন্সির থেকে বেশি শক্তিশালী।