সচিবালয়ের সামনে চাকরিতে পুনর্বহাল দাবি ফের ক্যাডেট এসআইদের

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম

ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরিতে পুনর্বহালের এক দফা দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করছেন ।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে সচিবালয়ের ১নং গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। রাজধানীর সচিবালয়ের সামনে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়।
সোমবার (১৩ জানুয়ারি) ওসমানী উদ্যানের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিতে পুনর্বহালের এক দফা দাবিতে বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টরা (এসআই)।
আন্দোলনরতরা জানান, অব্যাহতি পাওয়া ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন। এর ধারাবাহিকতায় একটি প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব সাক্ষাৎ করে দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন। কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় আবারও অবস্থান কর্মসূচি পালনে তারা বাধ্য হন।
আশা আজকের মধ্যেই আমাদের বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে। তবে, সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা।
চাকরিপ্রত্যাশীরা বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। কোনো স্লোগান নেই, বিক্ষোভ নেই। আমরা আমাদের দাবির পক্ষে দাঁড়িয়েছি। আমরা আশা করছি সরকার এ বিষয়ে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।
২০২৩ সালের নভেম্বরে ৪০তম ব্যাচের ৮২৭ জনের ট্রেনিং শুরু হয়। পরে গত বছরের অক্টোবর থেকে ৪ দফায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৩২১ জনকে অব্যাহতি দেয়া হয়।