×

জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণিল জীবন ও মেলবন্ধনের ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সম্পন্ন

Icon

সাইফুল ইসলাম সুমন, শ্রীমঙ্গল থেকে

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম

ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণিল জীবন ও মেলবন্ধনের ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সম্পন্ন

ছবি: ভোরের কাগজ

   

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের বর্ণিল জীবন ও মেলবন্ধনের প্রাণের উৎসব ‘হারমোনি ফেস্টিভ্যাল’ ২০২৫ আগামী বছর আবারো শ্রীমঙ্গলে আয়োজন করার ঘোষণা দিয়ে সমাপ্ত হলো এবারের আয়োজন। পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ আয়োজন করা হয়। তিন দিনব্যাপী মনোমুগ্ধকর এই উৎসবটি দারুণভাবে উপভোগ করেছেন আগত দর্শনার্থীরা।

মৌলভীবাজার জেলার ২৬ টিরও বেশি ভিন্ন ভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির মেলবন্ধন ছিল একই মঞ্চে। ছিল পর্যটক ও স্থানীয়দের উপচেপড়া ভিড়। কানায় কানায় পূর্ণ ছিল মেলা প্রাঙ্গণ। এ যেন এক সম্প্রীতির মিলনমেলা। উৎসবের শেষ‌ দিন চা-জনগোষ্ঠীর মুন্ডা সম্প্রদায় মুন্ডারী নৃত্য, এর পর দুপুরে বুনার্জীদের উড়িয়া ভজন, গড়াইত নৃত্য, রাজবল্ববদের উড়িয়া নৃত্য, শবরদের পত্র সওরা নৃত্য, ঝুমুর নৃত্য, কুই নৃত্য, লাগরে নৃত্য, ওড়াও নৃত্য, জুম নৃত্য, খাড়িয়া নৃত্য, গারোদের সেরেনজিং নৃত্য, বৈশ্য নৃত্য, খাসি দলীয় নৃত্য, ধামাইল নৃত্য, গারোদের মান্দি নৃত্য এবং সবশেষে মনিপুরীদের রাধাকৃষ্ণ নৃত্য দিয়ে উৎসব শেষ হয়।

রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টায় উৎসব প্রাঙ্গণে হারমোনি ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিপণন, পরিকল্পনা ও জনসংযোগ) পরিচালক ও যুগ্ম সচিব সালেহা বিনতে সিরাজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপপরিচালক বিপণন ও ব্র্যান্ডিং মহিবুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ট্যুরিস্ট পুলিশের ওসি মো. কামরুল হাসান চৌধুরী।

উৎসব প্রাঙ্গণে গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল বলেন, ঐতিহাসিক এই মেলবন্ধন যেন তিন দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আয়োজকদের ২৬টি নৃ-গোষ্ঠী নিয়ে দীর্ঘমেয়াদি কিছু উদ্যোগ নিতে হবে। এমন মিলনমেলা বিরল! এ থেকে আমাদের নতুন পরিকল্পনা করতে পারলে ক্ষুদ্র নৃ-জাতি গোষ্ঠীর কাজে আসবে, উৎসবের ধারাবাহিকতা সার্থক হবে।

প্রধান অতিথি সালেহা বিনতে সিরাজ তার বক্তব্যে বলেন, আমরা ভাবতেই পারিনি তিন‌ দিনের এই হারমোনি ফেস্টিভ্যালে এত দর্শনার্থী হবে। দেশ-বিদেশ থেকে আসা উৎসবমুখর হাজারো পর্যটক আমাদের এ মেলা প্রাঙ্গণে এসেছেন। দর্শনার্থীদের দেখে খুব ভালো লেগেছে। মনে হয়েছে আমাদের আয়োজন যেন স্বার্থক হয়েছে। আমরা প্রতি বছর একই স্থানে এ উৎসব বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজন করব। বাংলাদেশের আর কোথাও এত নৃগোষ্ঠীর বসবাস নেই, আছে শুধু শ্রীমঙ্গলে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উৎসব উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান নাসরিন জাহান, প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রতি‌দিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ উৎসব। ছিল স্থানীয় বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃ‌তিক অনুষ্ঠান, বিভিন্ন উপকরণের মেলাও।

পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে প্রথমবারের মতো শ্রীমঙ্গলে তিন দিনের হারমোনি ফেস্টিভ্যাল আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উৎসবে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App