জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক: উপদেষ্টা মাহফুজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:০৪ পিএম

ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে আগামী বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে তিনি এ কথা জানান।
মাহফুজ আলম বলেন, খসড়া ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে। বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও শ্রেণি–পেশার সঙ্গে অনির্ধারিত আলোচনা হয়েছে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেদিন হবে সেখানে প্রধান উপদেষ্টা, সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
তিনি বলেন, যদি ৫ আগস্ট বিকেলে আমরা ঘোষণাপত্র দিতাম বা দুই দিন পর দিতাম, তখন সেখানে যে মোমেন্ট তৈরি হতো; তেমন একটি মোমেন্ট তৈরি করতে চাচ্ছি আমরা। এই ঘোষণাপত্র প্রস্তুত ও ঘোষণা মতামতের ভিত্তিতেই বৃহস্পতিবার চূড়ান্ত করা হবে।
মাহফুজ আলম বলেন, এটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু। এত বড় একটা অভ্যুত্থানের দলিল। এটা করতে সবাইকে সংযমের দিকে যেতে হবে।
জুলাই ঘোষণাপত্র সংবিধানে থাকবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে; যদি জনগণ সরকারকে এই দায়িত্ব দেয় তাহলে। আর যদি না দেয় আমরা মনে করি, আগামী নির্বাচনে যারাই জিতবেন তারা এই গণঅভ্যুত্থানের শক্তি হবেন এবং এই বিষয়ে সিদ্ধান্ত নিবেন।