×

জাতীয়

ড. আনোরুল্লাহ চৌধুরী

পিতা হত্যা করেছিল গণতন্ত্র আর কন্যা হত্যা করেছে মানবতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম

পিতা হত্যা করেছিল গণতন্ত্র আর কন্যা হত্যা করেছে মানবতা

ছবি: ভোরের কাগজ

   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোরউুল্লাহ চৌধুরী মন্তব্য করে বলেছেন, ৭৪ সালে পিতা হত্যা করেছিল গণতন্ত্র আর বিগত সাড়ে পনের বছর যাবৎ কন্যা হত্যা করেছে মানবতা। তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে দেশে অন্ধকার নেমে এসেছিল, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। শহীদ জিয়া গ্রাম উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ঘটাতে চেয়েছিলেন, তার কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বর্তমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসও। 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘রাষ্ট্র সংষ্কারের ৩১ দফা বাস্তবায়নে শহীদ জিয়ার নীতি ও আদর্শ চর্চার গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ও জিয়াসমগ্র গ্রন্থের মোড়ক উম্মাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও জিয়া গবেষণা পরিষদের পৃষ্ঠপোষক মিজানুর রহমান, দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক ও কাফরুল থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক তালুকদার রুমী, জাতীয়তাবাদী মহিলা দল যুক্তরাজ্য শাখার সদস্য সচিব অঞ্জনা আলম, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ মামুন ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জহির। 

আরো পড়ুন: ভোটার তালিকা হালনাগাদে কারিগরি সহায়তা দেবে ইউএনডিপি

এছাড়া আরো বক্তব্য রাখেন- জিয়াসমগ্র গ্রন্থের সম্পাদক মো. গোলাম কাদের, জিয়াসমগ্র গ্রন্থের সম্পাদনা পরিষদের সদস্য মশিউর রহমান আকন মিলন, জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেক তালুকদার, কুমিল্লা জেলার সভাপতি কাজী বেলাল, পবিপ্রবি শাখার নেতা মাহফুজুর রহমান সবুজ ও বাউফল উপজেলা যুবদল নেতা মো. তারেক মৃধা প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বেলাল আহমেদ বলেন, সংষ্কারের রূপরেখা বিএনপির ৩১ দফাতেই নির্ধারণ করা রয়েছে। তাই এ নিয়ে অহেতুক নির্বাচনকে বিলম্বিত করলে জনগণ সরকারের বিরুদ্ধে সংস্কার প্রস্তাব দিতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, শহীদ জিয়া ১৯ দফা প্রবর্তনের মাধ্যমে দেশে সংষ্কার কার্যক্রমের গোড়াপত্তন করেছিলেন। আর তারেক রহমান ফিরে এসে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই সংষ্কারের সুফল মানুষের দোরগোড়ায় পৌছে দিবেন। আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App