‘ফ্যাসিস্টরা যেন সংসদে আসন নিতে না পারে সেই সুপারিশ করেছি’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম

ছবি: সংগৃহীত
দেশের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার আহ্বান জানিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারী ফ্যাসিস্টদের যাতে সংসদে আসন নিতে না পারে এবং রাজনীতিতে কোনো প্রভাব রাখতে না পারে, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথা স্মরণ করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কারের সুপারিশ করা হয়েছে। তিনি আরো বলেন, যারা মানুষ খুন করেছে, বিচারবহির্ভূত হত্যা, নিপীড়ন-নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধে লিপ্ত হয়েছে, তাদের যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ না হয়, সেই সুপারিশও করা হয়েছে।
বার্ডের ময়নামতি অডিটরিয়ামে 'এ এইচ কে (আখতার হামিদ খান) স্যাটেলাইট সিটি বিষয়ে মনিরুল হক চৌধুরী প্রণীত কার্যপত্র মূল্যায়ন ও অনুমোদন' বিষয়ক এ সেমিনারের আয়োজন করে 'কুমিল্লা বাঁচাও মঞ্চ' নামের একটি সংগঠন।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন- কুমিল্লার সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বদিউল আলম মজুমদার। তিনি জানান, নির্বাচনব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন প্রক্রিয়া শেষে ১৫০টির মতো সুপারিশ করা হয়েছে।
তিনি বলেন, পরপর তিনবার যে কলঙ্কজনক নির্বাচন হয়েছে, যে জালিয়াতির নির্বাচনে হয়েছে তার সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়ারও সুপারিশ করা হয়েছে। এছাড়া একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনতে আলাদা একটি কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করা হয়েছে।
বার্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল করিমের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন- আইনজীবী আবদুল্লাহ আল মামুন, কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এম এম শরীফুল করীম, কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম, জাতীয় সমবায় ইউনিয়নের সহসভাপতি কাজী নাজমুস সাদাত, কুমিল্লা বাঁচাও মঞ্চের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মজুমদার।