×

জাতীয়

১৮ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৩২ পিএম

১৮ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

‘ফ্যাসিস্টরা যেন সংসদে আসন নিতে না পারে সেই সুপারিশ করেছি’

দেশের রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করার আহ্বান জানিয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারী ফ্যাসিস্টদের যাতে সংসদে আসন নিতে না পারে এবং রাজনীতিতে কোনো প্রভাব রাখতে না পারে, সেই বিষয়ে গুরুত্ব দিয়ে সংস্কারের সুপারিশ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রবিবার থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বেচবে সরকার

ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ায় কম খরচে ভোক্তা পর্যায়ে ইলিশ মাছ পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সংস্থাটি ৪৫০ গ্রাম থেকে ৮৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করবে কেজিপ্রতি ৬০০ টাকা করে। রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ইলিশ মাছ কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্য বিতানে বিক্রি করা হবে। কর্মসূচির উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন: স্বাস্থ্য উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার চেষ্টা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৮ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

ঋণ খেলাপিদের মনোনয়ন দেবে না বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন দ্রুত সময়ের মধ্যে চায় বিএনপি। সংসদেই সব বিষয়ে আলোচনা হবে। রাজনীতিতে সংস্কার, দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে। ঋণ খেলাপিদের আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন দেয়া হবে না। শনিবার (১৮ জানুয়ারি) শ্বেতপত্র এবং অতঃপর শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপি মর্যাদা প্রশ্নের মুখে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় দেশে ও বিদেশে প্রশ্নের মুখে পড়েছে প্রবাসীদের ভিআইপি মর্যাদা। প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেয়ার কথা বলা হলেও উল্টো পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা যাত্রীদের বিশেষ করে প্রবাসীদের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। 

মার্শা বার্নিকাটসহ ৩ কূটনীতিককে পদত্যাগ করতে বললেন ট্রাম্পের সহযোগীরা

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ তিনজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিককে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয় এবং জনবল ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ট্রাম্পের এই সহযোগীরা এই নির্দেশ দেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক দুজন কর্মকর্তার বরাতে এ তথ্য পাওয়া গেছে। সূত্রটি জানিয়েছে, মার্শা বার্নিকাট ছাড়া বাকি দুই জ্যেষ্ঠ কূটনীতিক হলেন-ডেরেক হোগান ও আলেইনা তেপলিৎজ। 

আরজি কর মামলা: ধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়

কলকাতার আরজি কর হাসপাতালের প্রশিক্ষণার্থী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক সঞ্জয় রায়কে (৩৩) দোষী সাব্যস্ত করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) কলকাতার স্থানীয় একটি আদালত চাঞ্চল্যকর এ মামলার শুনানি শেষে এই রায় দেন। আগামী সোমবার (২০ জানুয়ারি) তার সাজা ঘোষণা করা হবে। এর মধ্যে দিয়ে এই নৃশংস ঘটনার ইতি টানবে, যা গোটা ভারতকে নাড়া দিয়েছিল।

সীমান্তে উত্তেজনা : জিরো পয়েন্ট এড়িয়ে চলার আহ্বান বিজিবির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সীমান্তে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ৫ শতাধিক ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা সীমান্তে জড়ো হতে শুরু করেন, যা উত্তেজনার সৃষ্টি করে। এর ফলে দুই দেশের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া সংঘটিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশের নাগরিকদের জিরো পয়েন্টে না যেতে আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App