×

জাতীয়

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন, তাপমাত্রা নামলো ৭ ডিগ্রিতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৮:৫৬ এএম

শৈত্যপ্রবাহে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন, তাপমাত্রা নামলো ৭ ডিগ্রিতে

ছবি: সংগৃহীত

   

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। উত্তরের এই জেলায় আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ৭ ডিগ্রিতে। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। পৌষের শুরু থেকেই এখানে তীব্র শীত অনুভূত হচ্ছিল। 

গত কয়েকদিন তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও আজ তা হঠাৎ ৭ ডিগ্রিতে নেমে আসে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পঞ্চগড়। এতে জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল এখানে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস, যা আজ ৫ ডিগ্রি কমে যায় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার (১৯ জানুয়ারি) সকাল ছয়টায় তেঁতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। গতকাল সকাল নয়টায় তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। 

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এসব তথ্য জানান। জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরো কমতে পারে।

এদিকে সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। তবে শীত উপেক্ষা করেই অনেককে কাজে যেতে দেখা গেছে। তাদের বেশিরভাগ শ্রমিক। উত্তরের হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত হচ্ছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি ঘনত্বের কুয়াশা পড়ছে। এর সঙ্গে হিমালয় থেকে আসা শীতল বাতাস শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। রাতভর প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়, যা দিনের তুলনায় অনেক বেশি। এমন বৈরি আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App