পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলা শুনানি আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০১ পিএম

শুনানি উপলক্ষে ৫০ জনকে আদালতে আনা হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশে ২০০৯ সালে তৎকালীন বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার শুনানি হচ্ছে আজ।
এদিকে, হত্যা মামলায় খালাস পেয়েও সাবেক বিডিআর সদস্যদের যারা মুক্তি পাননি তাদের স্বজনদের অনেকে এখন কেরানীগঞ্জ কারাগারের মূল ফটকের বাইরে মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
এর আগে গত ৯ জানুয়ারি মামলার শুনানির কথা থাকলেও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেদিন শুনানি স্থগিত করেছিল আদালত।
এর পর স্থান পরিবর্তন করে সেটি কেরানীগঞ্জে নির্ধারণ করা হয়।
আরো পড়ুন : সেনাপ্রধানের সঙ্গে বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত বিষয়ক কমিশনের সাক্ষাৎ
রবিবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এ শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে শুনানির জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শুনানি উপলক্ষে ৫০ জনকে আদালতে আনা হয়েছে আর বাকীরা কেরানীগঞ্জের কারাগারে আছেন।
২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।
আইনজীবীরা জানিয়েছেন, বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিচার শুরু হয়েছিল ২০১০ সালে। কিন্তু এরপর এ মামলার কার্যক্রম খুব বেশি এগোয়নি। ফলে হত্যা মামলায় খালাস পেয়ে বা সাজাভোগ শেষ করার পরে ৪৬৮ জন বিস্ফোরক আইনে করা মামলার নিষ্পত্তি না হওয়ায় মুক্তি পাননি।