×

জাতীয়

বকেয়া বেতনের দাবিতে রেল ভবনের সামনে গেটকিপারদের অবস্থান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:৩১ পিএম

বকেয়া বেতনের দাবিতে রেল ভবনের সামনে গেটকিপারদের অবস্থান

ছবি: সংগৃহীত

   

বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ রেলওয়েতে প্রকল্পে নিয়োগ পাওয়া গেটকিপাররা। বিগত ৭-৮ মাস ধরে তারা বেতন পান না, এর জন্য একাধিকবার তারা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে তাতে সমস্যা সমাধানের কোনো আশ্বাস না পেয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

রবিবার (১৯ জানুয়ারি) সকাল থেকে তারা রেল ভবনের সামনে অবস্থান নেন। বিকেল ৪টা পর্যন্ত চলে তাদের কর্মসূচি। এসময় প্রায় দুই শতাধিক কর্মচারী জড়ো হন। আন্দোলনকারীরা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবি করেন।

আরো পড়ুন: সংবিধানের মধ্যে থাকতে চায় ইসি: সিইসি

কর্মচারীরা বলছেন, তাদের চাকরি রাজস্ব খাতে নেয়ার জন্য বারবার আশ্বাস দেয়া হয়েছে। বারবার তারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু কর্মকর্তারা কথা শুনছেন না। তারা বলেন, সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জন রাজস্ব খাতে নিতে হবে। এদিকে ৮ মাস ধরে বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কীভাবে চলবে? এই বিষয়টি রেল ভবনে যারা অভিভাবক, তারা কখনো উপলব্ধি করেন না।

গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ২০১৮ সালে আমাদের নিয়োগ দেয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এতদিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। গত ৭-৮ মাস ধরে আমাদের বেতন বন্ধ। বেতনের দাবিতে আমরা এখানে এসেছি। সেই সঙ্গে তাদেরকে স্থায়ী করার দাবিও জানান আন্দোলনকারীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App