সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন রিমান্ডে

কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম

মোস্তফা জালাল মহিউদ্দিন
ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (২০ জানুয়ারি) ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।
এর আগে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিনকে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মোস্তফা জালাল মহিউদ্দিনকে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
এর আগে সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পুলিশ–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।