×

জাতীয়

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তিন সাংবাদিকের নামে মামলা, গ্রেপ্তার ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ও তিন সাংবাদিকের নামে মামলা, গ্রেপ্তার ৩

মো. জাকির হোসেন

   

কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজীবপুর ও চিলমারী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং তিন সাংবাদিকের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন রৌমারী থানায় এ মামলা করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর রবিবার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন- মো. শামীম হোসেন, মিস্টার ইয়াং ও বুকুল হোসেন। তারা সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের অনুসারী ও রৌমারী উপজেলার বাসিন্দা। এজাহারনামীয় তিন সাংবাদিক হলেন-দৈনিক আমাদের সময় পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধি সুজাউল ইসলাম সুজা, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহারিয়ার নাজিম ও সাংবাদিক শাকিল আহাম্মেদ।

সোমবার রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মো. আজিজুর রহমানের পক্ষে মাইকে প্রচার চালান চর রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের চরসাজাই গ্রামের বেলাল হোসেন। একই বছরের ২০ ডিসেম্বর বেলা দুইটার দিকে রৌমারী উপজেলার বেহুলারচরে আওয়ামী লীগের প্রার্থী মো. জাকির হোসেনের পক্ষের কয়েকজন কর্মী তাদের পথ রোধে নির্বাচনী প্রচার বন্ধ করে দিয়ে মারধর করেন, মোটরসাইকেল ভাঙচুর করেন এবং তাদের ব্যবহৃত মুঠোফোন, টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেন। 

তারা আহত হয়ে পড়লে স্থানীয় লোকজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়নি। পরে উপজেলার একটি প্রাইভেট হাসপাতাল থেকে তারা চিকিৎসা নেন। এ ঘটনায় এত দিন মামলা করতে পারেননি বেলাল হোসেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই ঘটনার বিচারের আশায় তিনি রৌমারী থানায় ছিনতাই মামলাটি করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App