×

জাতীয়

২১ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১১:৫২ পিএম

২১ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন শেখ হাসিনা, যা জানা যাচ্ছে

যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটল রোটান্ডায় তিনি শপথ নেন। শপথ নেয়ার অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন দাবি জানিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিপুণকে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। জালিয়াতির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। জানা যায়, অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গত রবিবার (১৯ জানুয়ারি) কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তার খালার আমলে মানুষ 'গুম' হয়েছে, তবু টিউলিপকে কেন মন্ত্রী বানালেন স্টারমার?

জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেমকে যখন রাতে সশস্ত্র ব্যক্তিরা বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান, তখন সেখানে তার ৪ বছর বয়সী কন্যাও ছিল। কিন্তু সে এত ছোট ছিল যে, বুঝতেই পারেনি কী ঘটতে চলেছে। তারা আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছিল, আমি ছিলাম খালি পায়ে’, বলছিলেন আহমেদ বিন কাসেম।

উত্তরায় সেক্টর কল্যাণ সমিতি অফিস দখলমুক্ত করল বৈষম্যবিরোধী ছাত্ররা

উত্তরার ৭ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির অফিস দখল করে জোর করে ঘোষণা করা কমিটি ভেঙ্গে নতুন তত্ত্বাবধায়ক কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বৃহত্তর উত্তরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। গত রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্ররা এমন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা যায়। 

যুক্তরাষ্ট্রে আরো বেশি রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

যুক্তরাষ্ট্রে আরো বেশি করে রোহিঙ্গা শরণার্থী (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) পুনর্বাসনের আহ্বানের জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে বাংলাদেশ সচিবালয়ে তার অফিসকক্ষে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

এবার দুদকের মামলায় ছাগলকাণ্ডের মতিউরের রিমান্ড শুনানির তারিখ নির্ধারণ

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে এবার দুদকের মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই দিন ধার্য করেন।

পিলখানা হত্যাকাণ্ড: ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে আটক ১৭৮ বিডিআর জোয়ানের কারামুক্তিতে বাধা নেই। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিম্ন আদালত ও উচ্চ আদালত থেকে খালাস প্রাপ্ত ১৭৮ জন বিস্ফোরক আইনের মামলায় জামিন পেয়েছেন। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে মুক্তিতে বাধা নেই।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে ৯৪ ভারতীয় সৈনিক আহত, যা জানা গেলো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।

বাবাকে নিয়ে জয়ের আবেগঘন পোস্ট

আলোচিত-সমালোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নের জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। 

বিপিএলের এলিট ক্লাবে মোস্তাফিজ

চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেনের পর এমন কীর্তি গড়লেন টাইগার এই পেসার।

সবসময় কেন নির্বাচনের কথা বলেন বিএনপি নেতারা, জানালেন মির্জা ফখরুল

প্রয়োজনীয় সংস্কার শেষ করে আবারো দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই কেন বিএনপি নেতারা সবসময় নির্বাচনের কথা বলেন, সেটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মির্জা ফখরুল মনে করেন, বর্তমান সমস্যাগুলো সমাধানে অন্তর্বর্তী সরকারের আত্মবিশ্বাস কম। তাই নির্বাচিত সরকার দরকার। কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে তারা। তাদের আত্মবিশ্বাস থাকবে। ফলে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সহজ হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App