২৩ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:১৬ এএম

ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিবের দাবি আরেকটা এক এগারোর ইঙ্গিত: নাহিদ ইসলাম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে মির্জা আলমগীর বলেন,অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।
অটোচালকের সঙ্গে দেখা করলেন সাইফ, দিলেন পুরস্কার
মুম্বাইয়ে নিজ বাসায় অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান। ঘটনার সময় বাড়িতে প্রস্তুত ছিল না কোনো গাড়ি। অটোরিকশায় চড়ে স্থানীয় লীলাবতী হাসপাতালে পৌঁছান আহত সাইফ।
হত্যার পর স্ত্রীর মাংস প্রেশার কুকারে রান্না!
স্ত্রীকে হত্যার পর প্রেশার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরু মূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। হত্যার পর মরদেহ গুম ও নিজের অপরাধ ঢাকতেই পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করেন তিনি।
বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের আলোচনা
যুক্তরাষ্ট্রের নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত। রুবিওর সঙ্গে প্রথম বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।
বাংলাদেশের পাশে দাঁড়ালেন কাশ্মীরের নেতা ফারুক আব্দুল্লাহ
বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর এক বাংলাদেশি নাগরিকের হামলার ঘটনায় যখন একটি মহল বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মন্তব্য শুরু করেছে, তখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ।
আমিরাতে ৫২ রেমিটেন্স যোদ্ধাকে সংবর্ধনা, উপস্থিত থাকবেন উপদেষ্টা আসিফ
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪/২৫ সালে নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান। আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব, ক্রীয়া, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ট্রাম্পের নীতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সমস্যায় ফেলতে পারে
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র দৃশ্যত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে। কূটনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের প্রভাব সেখানে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ওপরও পড়তে পারে।
চাকরিতে আবেদনের সময়সীমা বৃদ্ধিতে অনড় ছিলেন শরিফুল হাসান শুভ
শরিফুল হাসান শুভ, যিনি বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। তার জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় হলো ৩৫ আন্দোলন। এই আন্দোলনে তিনি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর বৃদ্ধি করার দাবিতে আন্দোলন চালিয়ে গেছেন। তবে, তার সংগ্রাম শুধু আন্দোলন বা প্রতিবাদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না; তিনি ব্যক্তি হিসেবে যে দৃঢ়তা এবং প্রতিশ্রুতি দেখিয়েছিলেন, তা তাকে আরো বেশি প্রভাবশালী করে তোলে।