দিনাজপুরে বিএসএফ বাংলাদেশি কৃষককে ধরায় ভারতীয়কে ধরলো স্থানীয়রা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

ছবি: সংগৃহীত
দিনাজপুরের এনায়েতপুর সীমান্তে বাংলাদেশি এক কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয়রা এক ভারতীয় কৃষককে আটক করে। পরে তাকে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) এই ঘটনা ঘটে। পরবর্তীতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে উভয় কৃষককে নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে পরিস্থিতির সমাধান করেছে।
স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টার দিকে এনায়েতপুর বিওপি ক্যাম্প সংলগ্ন ৩২৩ মূল পিলার এলাকার পাশ থেকে আলমগীর নামে এক বাংলাদেশি নাগরিককে অপহরণ করে বিএসএফের ছয় সদস্য। আলমগীর দীপনগর গ্রামের আইজুদ্দিনের ছেলে।
এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নারায়ণ চন্দ্র রায় (৪৫) নামে এক ভারতীয় কৃষককে আটক করে বিজিবির হাতে তুলে দেয়। নারায়ণ চন্দ্র রায়ের বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের পূর্ব মোল্লাপাড়া গ্রামে।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম বলেন, 'সীমান্তের ভারতীয় দিক থেকে পাঁচজন বাংলাদেশে প্রবেশ করে। বিএসএফ ভুলবশত ওই তাড়া করা পাঁচজনের একজন ভেবে আলমগীরকে নিয়ে যায়। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আলমগীরকে বিজিবির কাছে এবং নারায়ণ চন্দ্র রায়কে তাদের কাছে হস্তান্তর করে বিএসএফ।