ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, ঢাবিতে বিক্ষোভ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনের নেতাকর্মীরা এ সমাবেশে অংশ নেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ আহসানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা এ নৃশংস ঘটনার ন্যায়বিচার দাবি করেন। বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী ইফতি বলেন, আমরা চাই রাষ্ট্রীয়ভাবে নতজানু না হয়ে এ অপরাধের কঠোর বিচার নিশ্চিত করা হোক। এর জন্য রাষ্ট্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আমরা রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো স্থানে নারীদের প্রতি এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ভারতে আজকে আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে। ভারতের আগ্রাসনবাদীরা যদি এখনো মনে করে থাকে যে এদেশে এখনো অপসংস্কৃতি, দুর্নীতি প্রবেশ করাবে তাহলে তারা এখনো বোকার স্বর্গে বাস করছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের দোসর মাথা তুলে দাঁড়াতে পারবে না।
উল্লেখ্য, শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের কাছ থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ পাওয়া যায়। দেশটির পুলিশের ধারণা, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আরো পড়ুন: নতুন কর্মসূচি ঘোষণা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন