হাসিনা-কাদের-কামাল-শামীমসহ ৬৫ জনের নামে মামলা, আরো আসামি যারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে আহত করার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এবং সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মামলাটি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম। মামলার বাদী মিরাজ হোসেন নারায়ণগঞ্জ আদালতে এ মামলার আবেদন করেন।
মামলায় সাবেক ডিআইজি বিপ্লব কুমার ও ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ৬৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন-আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য (এমপি) জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হানিফ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ফরিদা, রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মামলার আবেদনে বাদী উল্লেখ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত ছিলেন। তখন ১ থেকে ১২ নম্বর আসামির নির্দেশে সন্ত্রাসীরা গুলি চালায়, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা ও মিছিলে অংশগ্রহণকারীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে তার চিকিৎসা করা হয়।
বাদী মিরাজ হোসেন জানান, আসামিদের ছোড়া শটগানের গুলি এখনো তার দুই পায়ের উরু ও উরুর পেছনের মাংসপেশির ভেতরে আটকে আছে। গুলিগুলো এখনো বের করা সম্ভব হয়ননি । এর ফলে বাদী এখন মৃত্যুঝুঁকি নিয়ে জীবনযাপন করছেন।