×

জাতীয়

ভারতে এক মাসে ৪০ বাংলাদেশি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:২৫ এএম

ভারতে এক মাসে ৪০ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

   

ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণ-ডোম্বিভলি শহরে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত এক মাসে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা-ভিওয়ান্ডি, কল্যাণ, ডোম্বিভলি ও আশপাশের অঞ্চল থেকে অন্তত ৪০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের কাছে বৈধ ভ্রমণ নথি ছিল না। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ আনা হয়েছে। 

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকেই অবৈধভাবে ভারতে বাসবাস করছিলেন বলে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে। তাদের কারো কাছে পাসপোর্ট বা বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

গতকাল যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে চারজনকে ডোম্বিভলির গান্ধী নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দেশমুখ হোমের কাছে একটি চালের ঘরে অবৈধভাবে বসবাস করছিলেন বলে অভিযোগ পুলিশের।

ডোম্বিভলির মানপাড়া পুলিশ জানায়, এই চারজনকে গ্রেপ্তার করার পর কল্যাণ রেলওয়ে স্টেশনের কাছ থেকে আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের থানে পুলিশ পুরো এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

গত ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। এরপর থেকেই মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে দিল্লি।

এদিকে ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে একটি বন্দিশালা তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। 

তিনি বলেন, ‘অবৈধ বাংলাদেশিদের সরাসরি কারাগারে রাখা যাবে না। তাদের জন্য মুম্বাইয়ে একটি ভালো বন্দিশালা তৈরি করতে হবে। তবে সম্প্রতি তিনি বলেছেন, ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শিগগিরই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App