×

জাতীয়

নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-পলকসহ ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:৪১ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-পলকসহ ৮

ইনু-মেনন-পলক

   

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় নতুন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সোমবার এই আদেশ দেন।

এছাড়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী ফারজানা রুপাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা কিশোর মো. আমিন (১৬) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।  

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সালমান এফ রহমানকে কিশোর আমিন হত্যা মামলায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে   আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে গত ২১ জুলাই খুন হন আমিন। এই হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য আসামি সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমানকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান। পৃথক ৯টি মামলায় তার মোট ৫৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App