×

জাতীয়

নির্বাচনে সবধরনের সহায়তার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের: সিইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:৪৪ পিএম

নির্বাচনে সবধরনের সহায়তার আশ্বাস  ইউরোপীয় ইউনিয়নের: সিইসি

ছবি: সংগৃহীত

   

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি।

সিইসি বলেন, নির্বাচনের পথে যত ধরনের সহায়তা দরকার, তারা তা নিশ্চিত করবে। তবে ইইউ পক্ষ থেকে সংস্কারের প্রতি জোর দেয়ার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। তারা মনে করছেন, নির্বাচনী সংস্কারের জন্য সময় কিছুটা কম হতে পারে। ভোটের তারিখ নিয়ে এখনো নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি বলে জানান সিইসি। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন জানে, সাধারণত ডিসেম্বর মাসে ভোট হয়। তবে যদি বেশি সংস্কার প্রয়োজন হয়, তাহলে আগামী বছরের শুরুতে ভোট হতে পারে। এর বাইরে কিছু বলার মতো পরিস্থিতি নেই।

বৈঠক শেষে সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসলে জানতে চেয়েছেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য যে নির্বাচনটা হবে তার জন্য নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত। কীভাবে প্রস্তুতি নিচ্ছে। ভোটার নিবন্ধন থেকে শুরু করে শেষ পর্যন্ত এগিয়ে যাওয়ার জন্য কত সময় লাগবে-এসব জানতে চেয়েছেন তারা।

নাসির উদ্দিন বলেন,  (প্রতিনিধিরা) পাশাপাশি বলেছেন, বাংলাদেশে এ অগ্রযাত্রায় উনারা সাহায্য করতে প্রস্তুত; সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। উনারা চান যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হোক এবং এটা হলে এটার পথে যত ধরনের সহায়তা দরকার তারা নিশ্চিত করেছে সহায়তা করবে, তারা আমাদের সাথে থাকবেন এ প্রক্রিয়ায়। নির্বাচন কমিশনের সহায়তা কোথায় লাগবে, কী ধরনের সহায়তার প্রয়োজন তা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এসে যাচাই করবেন বলে তুলে ধরে সিইসি।

আমাদের কোথায় কোথায় সহায়তা দরকার তার ‘নিড অ্যাসেসমেন্টট’ করতে লোক পাঠাবেন। কোথায় সাহায্য করতে পারে, দেখবেন। তারপর জানাবেন। উনাদের মিশন আসবে। তারপর নির্বাচন হলে অবজারভার পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। আমরা অনুরোধ করলে তারা প্রতিনিধি পাঠাবেন।

আগামী নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করার বিষয়িটি তুলে ধরেছেন সিইসি। তিনি বলেন, (আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার বিষয়ে) আমরা একদম আশ্বস্ত করেছি। কারণ, আমরা তো সর্বশক্তি নিয়োগ করেছি টু এনশিউর ফ্রি, অ্যান্ড ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য। 

আমরা বলেছি, আমাদের যে কমিটমেন্ট ফ্রি, ফেয়ার ইলেকশন, এটাকে অ্যাচিভ করার জন্য, ডেলিভার করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। তারা খুশি হয়েছে। আমরা যে সর্বশক্তি নিয়োগ করেছি এটা উনারা অ্যাসেস করতে পেরেছেন, রিয়েলাইজ করতে পেরেছেন। নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়টি তুলে ধরে নির্বাচন কমিশনের স্বাধীনতার বিষয়ে জোর দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি বলেন, আমাদের ওপিনিয়ন দিয়েছি। একটা বিষয় আমি এমফেসাইজ করেছি- আপনাদেরও বলেছি। ইসির যে স্বাধীনতা যেটা সংবিধান দিয়েছে, সেটা যেনো গ্র্যান্টেড থাকে, সেটা জানিয়েছি, এটা বটম লাইন। কোনোভাবে ইসির স্বাধীনতা কম্প্রমাইজ হোক-এটা আমরা চাই না। তারাও জানিয়েছে, এটা তারা অ্যাপ্রেশিয়েট করেছে, তারা বিশ্বাস করেন ইসির স্বাধীন থাকতে হবে। তা না হলে জাতি ইসির কাছে যা প্রত্যাশা করেছে তা ডেলিভার করতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়েনের রাষ্ট্রদূত বলেন,সিইসির সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে। আমি এখানে সহায়তার বার্তা নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছ নির্বাচন, ইসিকে কী সহায়তা করতে পারে ইইউ, সিইসির কাছে সেটাও জানতে চেয়েছি বাংলাদেশের এই অতি গুরুত্পূর্ণ সময়ে।

উল্লেখ্য, গণআন্দোলনে ২০২৪ সালে ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশের হাল ধরে। সরকার সংস্কারের উদ্যোগ নেয়ার পর রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিনক্ষণ নিয়েও কথা বলতে শুরু করে। এই প্রেক্ষাপটে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে আগামী নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে একটি ধারণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছিলেন, ভোট কবে হবে তা নির্ভর করবে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে কতটা সংস্কার করে নির্বাচনে যাওয়া হবে, তার ওপর। মোটাদাগে ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে হতে পারে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এরমধ্যে নির্বাচন কমিশন-ইসিও তাদের ভোটের প্রস্তুতির কথা জানাচ্ছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App