২৮ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত
প্লেনে একরাত দুই রমণীর মাঝখানে!
রায়ানএয়ার, ইউরোপের অন্যতম বাজেট এয়ারলাইনস। এটি সস্তা ভ্রমণের জন্য জনপ্রিয়, তবে এর পরিষেবায় কিছু সীমাবদ্ধতা রয়েছে যা যাত্রার অভিজ্ঞতাকে জটিল করে তোলে। কম টিকিটের দাম শুনলে ভালো লাগলেও, বাস্তবে এই এয়ারলাইনসের যাত্রা মানে নিজ দায়িত্বে সবকিছু সামলানোর প্রস্তুতি নেওয়া। ভুল হলে পুরো টিকিট মূল্য হারানোর ঝুঁকি বরাবরই থাকে। সিট এলোমেলোভাবে বরাদ্দ করা হয় যদি না বাড়তি অর্থ দিয়ে পছন্দের সিট বুক করা হয়।
গণগ্রেপ্তার বন্ধ, র্যাব বিলুপ্তিসহ অন্তর্বর্তী সরকারকে যেসব সুপারিশ দিলো হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করা, র্যাবের বিলুপ্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে বেশ কিছু সুপারিশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। জুলাই গণঅভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ৫০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
ভোরের কাগজের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষের বক্তব্য
ভোরের কাগজ দেশের একটি বহুল প্রচারিত ঐতিহ্যবাহী দৈনিক। গত কয়েকদিন ধরে প্রতিষ্ঠানের কিছু কর্মী অযৌক্তিক ও অবাস্তব দাবি উত্থাপন করে আন্দোলনের নামে প্রতিষ্ঠানকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন। ভোরের কাগজ প্রতিষ্ঠার পর থেকে বিগত ৩৩ বছরে কখনই এ ধরনের দাবি উত্থাপিত হয়নি। এ বিষয়ে ভোরের কাগজ কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে:
আওয়ামী লীগে বিভক্তি, চ্যালেঞ্জের মুখে হাসিনা
জুলাই-আগস্ট মাসে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের মাঝে ভাঙ্গন ধরেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের শাসন ক্ষমতার পতনের মাধ্যমে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে তার দল এখন টুকরো টুকরো জোড়া লাগানোর লড়াই করছে। নেতা এবং কর্মীদের মধ্যে তীব্র বিভক্তি প্রকাশ পাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচিতে তিতুমীর কলেজ
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো গঠনে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা।
পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন শেখ সাদী
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আদালত প্রাঙ্গণে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী পরীমণির পাশে তরুণ গায়ক শেখ সাদীকে। সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকার পাশাপাশি পরীমণির জামিনদার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা।
নির্বাচনের সময়সীমা সম্পর্কে ইসির কাছে জানতে চেয়েছে ইইউ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠুভাবে আগামী নির্বাচন আয়োজনে সংস্কারের প্রতি গুরুত্ব দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ প্রতিনিধি দলের সদস্যরা।