জাতীয় চলচ্চিত্র সম্মেলন আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:৪৮ এএম

সম্মেলনে অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। ছবি : সংগৃহীত
চলচ্চিত্রবিষয়ক শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতাসহ সংশ্লিষ্টদের নিয়ে ‘জাতীয় চলচ্চিত্র সম্মেলন’ আজ। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে সম্মেলন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’।
বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত সম্মেলনে অতিথি থাকবেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
আরো পড়ুন : মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না, এটা রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি: উপদেষ্টা মাহফুজ
বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। সম্মেলনে চলচ্চিত্রসংশ্লিষ্ট ১০টি বিষয় উপস্থাপন করা হবে।
আয়োজকরা বলছেন, বাংলাদেশের চলচ্চিত্রকে গণযোগাযোগ, বিনোদন, শিল্পচর্চা ও বাণিজ্যের অন্যতম খাত হিসেবে গড়ে তুলতে কিছু দাবি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সম্মেলনের উদ্যোগ নেয়া হয়েছে।