২৯ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১২:১৭ এএম

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের স্পষ্ট দুটি তারিখ দিয়েছে অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্পষ্ট দুটি তারিখ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মার্কিন সহায়তা বন্ধের আদেশে বাংলাদেশে কী প্রভাব পড়বে?
বিদেশে মার্কিন সহায়তা স্থগিত করতে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়তে শুরু করেছে। ইতোমধ্যেই দেশটির অর্থায়নে চলমান প্রকল্পের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে, কোনো কোনো প্রতিষ্ঠান প্রকল্প সংশ্লিষ্ট কর্মীদের হোম অফিস করার নির্দেশ দিয়েছে বলে জানা গেছে।
শেখ সাদীর ‘কুফা’ বিস্ফোরণ হবে: পরীমণি
তরুণ গায়ক শেখ সাদী ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান দিয়ে সংগীতজগতে নিজের অবস্থান জানান দিয়েছিলেন। এরপর নিয়মিত নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করে আসছেন তিনি। এবার আসছে তার নতুন গান ‘কুফা’। গানটি নিয়ে ইতোমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। জানা গেছে, তিনি গানটি শুনেছেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন— ‘কুফা’ হবে একটি বিস্ফোরণ!
আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রেস সচিবের হুঁশিয়ারি
গণহত্যা, হত্যাকাণ্ড এবং দুর্নীতির জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বিক্ষোভ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। বুধবার (২৯ জানুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ বিষয়ে জানান তিনি।
কর্মবিরতি প্রত্যাহার, সারাদেশে চলবে ট্রেন
দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন। ফলে বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে চলবে ট্রেন। ২৬ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সমাধান আসে।
নেতারা 'পলাতক', কীভাবে হরতাল-অবরোধ পালন করবে আওয়ামী লীগ?
বাংলাদেশে গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি হরতাল-অবরোধের ডাক দিয়েছে দলটি।
সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা শুরু শনিবার
প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতে ৯ মাসের নিষেধাজ্ঞা শুরু হতে যাচ্ছে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (৩১ জানুয়ারি) পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।
অন্তর্বর্তী সরকারকে ‘সঠিক পথে আনতে’ আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপি নেতার
অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে আনতে রাস্তায় আন্দোলনে নামতে হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।