×

জাতীয়

৩০ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম

৩০ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

ছবি: সংগৃহীত

   

মেয়েদের ফুটবল ম্যাচে বাধা, গভীর উদ্বেগ প্রকাশ অন্তর্বর্তী সরকারের

সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়।

পবিত্র শবে বরাত ১৪ ফেব্রুয়ারি

দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এ হিসাবে আগামী ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

তিতুমীর কলেজের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে ওই এলাকায় তীব্র যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, চীনা-ভারতীয়সহ নিহত ২০

দক্ষিণ সুদানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে রাজধানী জুবার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই উত্তরাঞ্চলীয় ইউনিটি স্টেটের তেলক্ষেত্রের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বিপিএলে পারিশ্রমিক বকেয়া ইস্যুতে ক্ষুব্ধ তামিম

চলতি বিপিএলে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে চলছে নানান বিতর্ক। পুরো বিষয়টি নিয়েই ব্যাপক সমালোচনায় বিদ্ধ দুর্বার রাজশাহী। এ নিয়ে এবার ক্ষোভ ঝাড়লেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

আলাউদ্দিন নাসিমের অজানা অধ্যায়

আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পথের কাঁটা ছিলেন ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার প্লান করেন তিনি। কারণ, একরাম না থাকলেই ফেনী-১ আসনের সংসদ-সদস্য হওয়ার পথ খুলে যাবে তার- এমন স্বপ্নে বিভোর ছিলেন নাসিম। শেষমেশ সেই পথেই হাঁটেন। ফলে ঠান্ডা মাথায় একরামকে দুনিয়া থেকে সরিয়ে দেয়ার পরিকল্পনা করেন তিনি।

`তৌহিদী জনতা` নামে হামলা কারা করছে?

'তৌহিদী জনতা' তথা 'বিক্ষুব্ধ মুসল্লিদের' দাবির মুখে দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেয়া হয় সম্প্রতি। বিষয়টা শুধু খেলা বন্ধতেই সীমাবদ্ধ থাকেনি। খেলাকে কেন্দ্র করে এক জেলায় তৌহিদী জনতা ও আয়োজকদের মধ্যে সংঘর্ষও হয়। অপর জেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা করা হয় এবং মাঠের চারপাশে দেয়া টিনের বেড়া ভাঙচুর করা হয়।

নারী সাংবাদিক প্রবেশে বাধা, তৃতীয় পক্ষকে সন্দেহ ধর্ম উপদেষ্টার

কওমী উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেয়ার ঘটনা তৃতীয় কোনো পক্ষ ঘটিয়েছে কিনা, সন্দেহ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি: নাহিদ

নতুন রাজনৈতিক দল গঠন বা কোনো দলে যোগ দেয়ার জন্য অন্তর্বর্তী সরকার থেকে উপদেষ্টাদের পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষ, বহু হতাহতের শঙ্কা 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও সিএনএনের। 

আমার ব্যক্তিগত জীবন নিয়ে আর টানাটানি কইরেন না: পরী

ঢালিউড তারকা পরীমনি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে সিনেমা কিংবা ওয়েব সিরিজ মুক্তির কারণে নয়। পুরোনো একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির খবরে এই তারকা ছিলেন আলোচনায়। সোমবার আদালতে গিয়ে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। আদালতও পরীমনির আবেদন মঞ্জুর করেন। 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ভারতীয় সাপ্তাহিকের প্রতিবেদন খণ্ডন প্রেস উইংয়ের

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের মধ্যে বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজারে প্রকাশিত প্রতিবেদন মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে প্রেস উইং। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘সিএ প্রেস উইং ফ্যাক্টসে’ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়য়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App