×

জাতীয়

'জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলে ড. ইউনূসকে জানান মোদি’, যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৫:৪২ পিএম

'জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলে ড. ইউনূসকে জানান মোদি’, যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

   

সম্প্রতি, “শি জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলে ড: মুহাম্মদ ইউনূসকে জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি” শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে জান যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শি জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলে ড: মুহাম্মদ ইউনূসকে জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি- তথ্যটি সঠিক নয়।

রিউমর স্ক্যানার জানায়, “শি জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলে ড: মুহাম্মদ ইউনূসকে জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি” শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভি কোন ফটোকার্ড প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে সময় টিভির ডিজাইন নকল করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে সময় টিভি’র নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৯  জানুয়ারি ২০২৫’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে সময় টিভি’র ভেরিফায়েড ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সম্বলিত কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, গণমাধ্যমটির ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। 

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।  তাছাড়া সময় টিভি’র কতৃক প্রকাশিত অন্যান্য ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। অর্থাৎ, সময় টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

প্রসঙ্গত, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নববর্ষ-২০২৫ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন বছরের শুভেচ্ছা।’ গত ২৭ জানুয়ারি এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সুতরাং, শি জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলে ড: মুহাম্মদ ইউনুসকে জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি” শীর্ষক শিরোনামে সময় টিভির নামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টাকে নববর্ষের শুভেচ্ছা মোদির

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App