৩১ জানুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ এএম

ছবি: সংগৃহীত
টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কী হচ্ছে?
মাত্র দেড় মাস আগেই টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর নিরাপত্তা নিয়ে এক ধরনের উত্তেজনার মধ্যেই শুক্রবার (৩১ জানুয়ারি) শুরু হয়েছে তাবলীগ জামাতের সবচেয়ে বড় আয়োজন বিশ্ব ইজতেমা। লাখো মুসল্লি জড়ো হয়েছেন ইজতেমা ময়দানে। প্রথম পর্বে দুই দফায় মোট ছয় দিনের জন্য ইজতেমা করছেন তাবলীগের জুবোয়েরপন্থি হিসেবে পরিচিত শুরায়ে নেজাম সমর্থকরা। আর তৃতীয় ধাপে তিন দিনের জন্য অনুমতি দেয়া হয়েছে তাবলীগের সা'দপন্থি অংশকে।
১৭-২০ ফেব্রুয়ারি দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক, যেসব বিষয়ে আলোচনার প্রস্তাব
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
ফেব্রুয়ারির প্রথম দিন থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে এ মূল্যবৃদ্ধির ঘোষণা দেয়া হয়।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে যা বললেন আজহারী
প্রবীণ ইসলামি চিন্তাবিদ ও আলোচক আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, আল্লামা সাঈদী শিরক-বিদআতের আস্তানা তছনছ করে দিয়েছিলেন। আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছেন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। তার মৃত্যু স্বাভাবিক ছিল নাকি এটি মেডিকেল কিলিং, তা আমরা এখনো জানি না। বিষয়টি তদন্ত করে জাতির সামনে সঠিক প্রতিবেদন প্রকাশ করা জরুরি।
ইজতেমা ময়দানে আরো একজনের মৃত্যু
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
চাকরি ফিরে পেতে চাকরিচ্যুত ১৫২২ পুলিশ সদস্যের আবেদন
আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত ১,৫২২ পুলিশ সদস্য পুনর্বহালের জন্য পুলিশ সদর দপ্তরে আবেদন করেছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে অনেকেই দুর্নীতি ও ফৌজদারি অপরাধের অভিযোগে বরখাস্ত হয়েছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বিয়ে করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
'জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলে ড. ইউনূসকে জানান মোদি’, যা জানা যাচ্ছে
সম্প্রতি, “শি জিনপিংকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুলে ড: মুহাম্মদ ইউনূসকে জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি” শীর্ষক শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’র ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা দেখছি না: ডিএমপি কমিশনার
ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ হরতাল-অবরোধসহ যে কর্মসূচি দিয়েছে, তাতে শঙ্কার কোনো কারণ দেখছেন না; ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।শুক্রবার (৩১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে তনি বলেন, এ বিষয়ে আমরা সবসময় কাজ করছি।