×

জাতীয়

পর্দা উঠছে অমর একুশে বইমেলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২ এএম

পর্দা উঠছে অমর একুশে বইমেলার

ছবি: সংগৃহীত

   

বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা ২০২৫- এর প্রস্তুতি শেষ। লেখক, প্রকাশক ও আয়োজকরা ব্যস্ত সময় পার করছেন বইমেলাকে কেন্দ্র করে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মেলার পর্দা উঠবে। এটি উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সময় গড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যস্ততা বেড়েছে। প্রকাশকরা প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। স্টল তৈরির কাজ শেষ। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে সরেজমিন ঘুরে দেখা যায়, স্টল ও প্যাভিলিয়ন মালিকরা স্ব স্ব স্টল সাজিয়ে ফেলেছেন। ইত্যাদি প্রকাশনীর প্রকাশক জহিরুল আবেদীন জুয়েল বলেন, ইত্যাদি প্রকাশন প্যাভিলিয়ন তৈরির সব ব্যবস্থা সম্পন্ন করেছে। মেলার উদ্বোধনের আগেই অন্যান্য কাজ সমাপ্ত হয়ে যাবে।

এই দৃশ্য প্রায় সব স্টল বা প্যাভিলিয়নে দেখা গেছে। তবে কিছু স্টলে লোকজন ঠুক ঠুক পেরেক ঠুকছে। বইমেলার স্টল নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আব্দুল হালিম বলেন, স্টলের কাঠামো সম্পূর্ণ করতে একদিন লাগবে। আর মেলা পুরোদমে শুরু হতে কমপক্ষে পাঁচ দিন লাগবে। কিছু স্টলের জন্য পিকআপ বা ভ্যানে করে মেলা প্রাঙ্গণে বই আনতে দেখা গেছে। দর্শনার্থীদের জন্য বইমেলা উপভোগ্য করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ব আরোপিত যানবাহনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

এই বিষয়ে ঢাবি প্রক্টর জানিয়েছেন, ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাবি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। শৃঙ্খলা বজায় রাখার জন্য ঢাবি কর্তৃপক্ষ মেট্রোপলিটন ট্রাফিকের সহযোগিতায় ক্যাম্পাস এলাকার ভেতরে যানবাহন পার্কিংয়ের অনুমতি দেবে। উল্লেখ্য, ঢাবি কর্তৃপক্ষ বইমেলার পার্কিং গ্রাউন্ড হিসেবে ব্যবহারের জন্য হাজী মুহম্মদ মুহসিন হলের মাঠ উন্মুক্ত করেছে।

এদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবারের বইমেলার নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম। নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App