আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের ঢল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ এএম

ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। সকাল থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল লক্ষ্য করা গেছে। ফজরের নামাজের পর থেকে ইজতেমা মাঠের দিকে যাত্রা শুরু করেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। ভোরের আলো ফোটার আগেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে মুসল্লিদের স্রোত দেখা যায়।
ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার, যা মুসল্লিরা হেঁটে অতিক্রম করছেন আখেরি মোনাজাতে অংশ নিতে। আখেরি মোনাজাত ঘিরে তুরাগ তীরজুড়ে বিরাজ করছে এক ধর্মীয় আবহ। মুসল্লিদের পদচারণায় মহাসড়ক ও সংলগ্ন সড়কগুলো হয়ে উঠেছে পূর্ণ। ইজতেমা মাঠে প্রবেশের প্রধান ফটকগুলোতে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
গাজীপুরের জৈনা বাজার থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দানে যাচ্ছেন নয়ন মিয়া। মাওনা চৌরাস্তায় এলাকায় কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ভোর ৪টায় বাসা থেকে বের হয়েছি আখেরি মোনাজাতে অংশ নিতে। দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছি না। ভোগড়া বাইপাস এলাকা থেকে হেঁটে রওনা দিয়েছেন আমিনুল নামের একজন। তিনি জানান, ভোর ৪টায় পিকআপে করে কাপাসিয়া থেকে ময়দানের উদ্দেশে রওনা দিয়ে ভোগড়া বাইপাস নেমেছেন। কিছু সময় পরিবহনের জন্য অপেক্ষা করেন। পরিবহন না পেয়ে অন্য মুসল্লিদের মতো হাঁটা শুরু করেন। পুরো পথ তিনি হেঁটেই যাবেন।
উল্লেখ্য, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা।