অন্তর্বর্তী সরকার, সংস্কার ও রাষ্ট্রগঠনে সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ সফররত জাপানের পার্লামেন্টারি উপমন্ত্রী ইকুইনা আকিকো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, চলমান সংস্কার কর্মসূচি ও রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান। জাপানের পার্লামেন্টারি উপমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের বিশাল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাপানের উপমন্ত্রী বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত সম্পাদনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করে আকিকো জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও ব্যবসা অব্যাহত রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশে ৩১০টিরও বেশি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে উল্লেখ করে এ সংখ্যা আরও বাড়বে বলে জানান।
বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) কার্যকর করতে সক্রিয়ভাবে কাজ করছে।
আকিকো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বের কথা তুলে ধরেন। জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সমর্থক হিসেবে বাংলাদেশ একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পক্ষে রয়েছে উল্লেখ করে বলেন, এতে সব পক্ষের নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা উচিত। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, বিশেষ করে তাদের ভাসানচরে স্থানান্তরে জাপানের সহায়তার প্রশংসা করে পররাষ্ট্র উপদেষ্টা দ্রুত প্রত্যাবাসনে জাপানের সহায়তা কামনা করেন। এছাড়া জাতিসংঘের সহযোগিতায় দোহায় রোহিঙ্গা ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের ক্ষেত্রেও তিনি জাপানের সহযোগিতা চান।
আন্তর্জাতিক পরিসরে নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব নিয়েও উভয় পক্ষ আলোচনা করে। তৌহিদ হোসেন বাংলাদেশ সফরের জন্য জাপানের পার্লামেন্টারি উপমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে তার সফর বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কে আরও নতুন গতিসঞ্চার করবে।