২ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩ এএম

ছবি: সংগৃহীত
গোপনে বাংলাদেশে ব্রিটিশ দল, নিয়ে গেছে টিউলিপ সিদ্দিকের নতুন তথ্য
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তে গত মাসে বাংলাদেশে আসেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) কর্মকর্তারা। তারা দেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং নতুন তথ্য সংগ্রহ করেছেন।
প্রেমিকার বাসায় বেড়াতে এসে প্রেমিক যুগলের আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রেমিকার বাসায় বেড়াতে এসে প্রেমিক যুগল ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মোসাঃ টুসি খাতুন (২৪) উপজেলার রহনপুর পৌরসভার খয়রাবাদ গ্রামের সান মোহাম্মদ সনুর স্ত্রী। মো. রাকিব (২৮) শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের আড়গারা হাট গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
সাবেক এমপি নাসিমের বিরুদ্ধে দুদকে অভিযোগ
ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন জমা দেয়া হয়েছে।
ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন নেতানিয়াহু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ অর্থাৎ ৪২ দিন পর থেকে হামাসের সঙ্গে বন্দিবিনিময়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে ৭ মামলার আসামি রাজন গ্রেপ্তার
আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে রাজন নামে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা। রবিবার সকালে পল্লবী কালশী এলাকায় আওয়ামীলীগের লিফলেট বিতরণকালে হাতেনাতে ধরা পড়েন যুবলীগ নেতা রাজন (৩৫)। পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ভোরের কাগজকে এই তথ্য নিশ্চিত করেন।
বিয়ের একদিন পর ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন সারজিস
বরগুনা জেলার পবিত্র কোরআনের হাফেজাকে বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বিয়ের একদিন পর শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সারজিস তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী।
সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে ৬ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
কুড়িগ্রামে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) রাতে জেলার পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
হত্যা মামলা: আওয়ামী লীগের সাবেক এমপি আমানুরসহ খালাস ১০
টাঙ্গাইলে আলোচিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং রায়ে এই মামলার প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।