আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার: প্রেস সচিব

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সতর্ক করে বলেছেন, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন, তাদের গ্রেপ্তার করা হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, লিফলেটে লেখা কিছু বক্তব্যে আইনশৃঙ্খলার অবনতি হয়। ফলে যারা তা বণ্টণ করছেন, তাদের গ্রেপ্তার করা হবে। এটা অন্তর্বর্তী সরকারের কঠোর নির্দেশনা।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর থেকে দলের প্রধান শেখ হাসিনাসহ অনেক শীর্ষ নেতাই দেশের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। অনেকে দেশে আত্মগোপনে আছেন। গ্রেপ্তার হলেই রিমান্ডে নেয়া হচ্ছে। ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে‘নিষিদ্ধ’ করা হয়েছে।
সবমিলিয়ে কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। তবে সম্প্রতি মাঠের রাজনীতিতে ফেরার ঘোষণা দিয়ে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছি দলটি। এর অংশ হিসেবে ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করছেন দলীয় কর্মীরা।
এছাড়া ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।