সৌদি সফরের ফলাফল সম্পর্কে সুসংবাদ দিলেন আসিফ নজরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ পিএম

ছবি: সংগৃহীত
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, সৌদি আরবে তার সরকারি সফরের বিষয়ে কিছু সুসংবাদ পেয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তার সফরের বিষয়ে উল্লেখ করেছেন, রিয়াদে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।
আসিফ নজরুল বলেন, সৌদি আরব ইকামা ছাড়া সেখানে বসবাসকারী বাংলাদেশিদের বিষয়ে নিয়োগ কর্তাদের দায়িত্ব আরও কঠোরভাবে তদারকি করার প্রতিশ্রুতি দিয়েছে। দেশটি নিয়োগ সংক্রান্ত চুক্তি বাংলাদেশে কর্মীদের কাছে আগাম পাঠানোর বিষয়টি বিবেচনা করবে এবং বাংলাদেশ পেশাদারদের সার্টিফিকেট যাচাই করবে।
তিনি বলেন, ওমানে অবস্থানরত সব বাংলাদেশিকে বৈধ করার এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে। কাতারও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। এখন পর্যন্ত এগুলো সবই প্রতিশ্রুতি। তবে সেগুলো আন্তরিক বলে মনে হচ্ছে।
উপদেষ্টা বলেন, বিষয়গুলোর অগ্রগতি নিশ্চিত করার জন্য আমরা যোগাযোগ অব্যাহত রাখব। বিদেশে কিছু লোক বিমান ভাড়া সম্পর্কে তার কাছে অভিযোগ করেছেন। এটি আমার মন্ত্রণালয়ের বিষয় নয়। তবে আমি এক বা দুই দিনের মধ্যে বিমান পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বসব।
সৌদি আরবের প্রায় ২০টি বড় কর্মসংস্থান কোম্পানি ও বিদেশে বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গেও বৈঠকে অংশ নেন আসিফ নজরুল।