বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২২ এএম

ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এরমধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা। শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আয়োজকরা জানান, আজকের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- বাদ ফজর ভারতের বেঙ্গালুরুর মাওলানা ফারুকের বয়ান, সকাল ৯টা ৩০ মিনিটে হিন্দুস্থানের মাওলানা আব্দুর রহমানের হেদায়েতি বয়ান, এরপর ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার গুরুত্বপূর্ণ নসিহত পেশ, দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাত। এই মোনাজাত পরিচালনা করবেন শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। প্রথম ধাপেও তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন।
দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত উপলক্ষ্যে প্রথম ধাপের মতো যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বুধবার (৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের দিন টঙ্গী হয়ে চলাচলকারী সব সড়ক মহাসড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখা হবে। অন্য বছরগুলোর মতো আগের রাত থেকে আখেরি মোনাজাতের দিন পর্যন্ত সড়ক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করা হবে না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে, ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাদের বিশ্ব ইজতেমা।