৫ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৭ এএম

ছবি: সংগৃহীত
পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
পাবনার সুজানগরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সেই ঘটনার জেরে বিভিন্ন সময়ে ১৬ জনকে আটক করেছে পুলিশ।
বুলডোজার দিয়ে যেভাবে গুঁড়িয়ে দেয়া হচ্ছে ধানমন্ডি ৩২ (ভিডিও)
ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে। সেখানে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সেই সঙ্গে আবারো আগুন দিয়েছেন তারা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর থেকে ওই স্থানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। এক পর্যায়ে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা। লাঠিসোঁটা ও শাবল দিয়ে এ ভাঙচুর চালানো হয়।
শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন
রাজধানীর ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ আগুন দেয়।
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির ৯ আসামিসহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এ রায় ঘোষণা করেন।
দালান ভাঙতে পারবে, ইতিহাস মুছতে পারবে না: শেখ হাসিনা
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না।
ট্রাম্পের শুল্কযুদ্ধ: নতুন সম্ভাবনায় বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা, মেক্সিকো, চীনের শুল্কযুদ্ধ শুরু হয়েছে। এতে বিশ্ববাণিজ্যে গতি কমার শঙ্কা থাকলেও বাংলাদেশের সামনে কমশুল্কে রপ্তানি বাড়ানোর সম্ভাবনা দেখছেন রপ্তানিকারক ব্যবসায়ীরা। তারা বলছেন, সুযোগ কাজে লাগাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের পাশাপাশি সরকারি সেবা সংস্থার সমর্থন দরকার। সেইসঙ্গে রপ্তানি বাড়াতে দেশে স্থিতিশীল পরিবেশ নিশ্চিতের তাগিদ অর্থনীতিবিদদের।
ঢাকা থেকে রাজধানী সরানোর সুপারিশ: কোথায় হচ্ছে নতুন রাজধানী?
বৈষ্যমহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুননির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরের ১০ সেপ্টেম্বর টাস্ক ফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। এরপর গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে টাস্ক ফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সেই প্রতিবেদনে নানাবিধ সুপারিশের পাশাপাশি একটি সুপারিশ হচ্ছে রাজধানী ঢাকার স্থানান্তর।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।