বাড়বে শীত, কমতে পারে তাপমাত্রা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম
-67a456993ecf9.jpg)
ছবি: সংগৃহীত
আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে। তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। প্রথম ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও দুই ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এরপর রাত ও দিনের তাপমাত্রা আবার বাড়তে পারে।