×

জাতীয়

উড়োজাহাজ টিকেটে ‘উচ্চমূল্য’: কারণ খুঁজতে তদন্ত কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ পিএম

উড়োজাহাজ টিকেটে ‘উচ্চমূল্য’: কারণ খুঁজতে তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

   

উড়োজাহাজ টিকেটের ‘উচ্চমূল্যের’ কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে সরকার। আর টিকেটের মূল্য তদারকির জন্য গঠন করা হয়েছে ১৩ সদস্যের টাস্কফোর্স।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সচিবকে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণে বিভিন্ন পর্যায়ে উড়োজাহাজ টিকেটের উচ্চমূল্য পর্যালোচনাসহ যৌক্তিক মূল্য নির্ধারণ বিষয়ে মন্ত্রণালয়ে জরুরি সভা হয়।

সভায় এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণসমূহ চিহ্নিত করা হয়। এর মধ্যে নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া গ্রুপ বুকিং- বিভিন্ন এজেন্সি চাহিদা না থাকা সত্ত্বেও যাত্রীদের কোন প্রকার পাসপোর্ট, ভিসা, ভ্রমন নথিপত্র, এবং প্রবাসগামী কর্মীদের কোন প্রকার বৈদেশিক ওয়ার্ক পারমিট এমনকি যাত্রী তালিকা ছাড়াই শুধুমাত্র ই-মেইলের তৈরীপূর্বক সিট ব্লক করে রাখে কিন্তু এই পিএনআর এ কোন প্যাসেঞ্জার/যাত্রীর নাম উল্লেখ থাকে না। এজেন্সি বা যাত্রীরা ওই ফ্লাইটের টিকেট খালি আছে কি না তা জানার কোন সুযোগ থাকে না। নামবিহীন গ্রুপ সিট বুকিংয়ের কারণে টিকেট মজুতদারি করা হয় যার ফলে সিন্ডিকেট তৈরী হয়, আসন সংকট দেখা দেয় ফলে টিকেট মূল্য বৃদ্ধি পায়। এ ধরনের কার্যক্রমের ফলে বিদেশগামী শ্রমিক, স্টুডেন্ট, প্রবাসীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন। মূলত বিদেশী মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলো ফ্লাইটের তারিখের অনেক আগেই আসন বিক্রয় নিশ্চিত করা ও অধিক মুনাফার জন্যই এই পদ্ধতি অবলম্বন করে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, ওমান, দোহা, কুয়ালালামপুরসহ বিভিন্ন রুটের টিকেট সিট ব্লক করে থাকে। 

সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্ট কপি ছাড়া যেন টিকেট বুকিং করা না যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। ৬ ফেব্রুয়ারি থেকে বুকিংয়ের পরের তিন দিনের মধ্যে টিকেট ইস্যু না হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে সেটি বাতিল করে দিতে হবে।

আর ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির বুকি করা টিকেট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম ও পাসপোর্ট নম্বরসহ ইস্যু করতে হবে। নয়তো তিন দিনের মধ্যে এসব টিকেটও বাতিল করে দিতে হবে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App