×

জাতীয়

কথা রাখলো না পুলিশ, আবারো ছত্রভঙ্গে লাঠিচার্জ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম

কথা রাখলো না পুলিশ, আবারো ছত্রভঙ্গে লাঠিচার্জ

ছবি: ভোরের কাগজ

   

দাবি-দাওয়া নিয়ে সড়কে নামা লোকজনকে সরাতে বল প্রয়োগ বা লাঠিচার্জ না করার যে প্রতিশ্রুতি এসেছিল ডিএমপির পক্ষ থেকে তা এক সপ্তাহের বেশি রাখতে পারল না পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষক প্রার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি ব্যবহার করে জলকামানও। এই চাকরি প্রত্যাশীদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় বৃহস্পতিবারের এক রায়ে।

সেদিন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ছয় হাজার পাঁচশ ৩১ জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।

এরপর রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন নিয়োগ প্রত্যাশীরা। শুক্রবার সকালে সমাবেশ করে তারা নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। পরে বিকেল ৩টার দিকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে আসেন তারা। এসময় পুলিশ তাদের বাধা দেয়।

একপর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তখন পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রমনা থানার পরিদর্শক (অপারেশন্স) আতিকুল ইসলাম বলেন, “নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে তাদেরকে বাধা দেয়া হয়।

“কিন্তু তারা বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে গেলে একপর্যায়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।”

আন্দোলনকারীদের নেতা পিয়াস তালুকদার বলেন, “নিয়োগ দিয়েও পরে আমাদের ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করেছে আদালত। আমরা নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাই। পুলিশ আমাদের এক প্রেগনেন্ট বোনসহ কয়েকজনকে পিটিয়েছে। গরম পানি ছুড়েছে।

তিনি আরো বলেন, “আমরা প্রেস ক্লাবের সামনে ফিরে এসেছি। প্রধান উপদেষ্টা আমাদের ডাকবেন বলে আশা করছি। আমরা নিয়োগ নিশ্চিত করতে উনার হস্তক্ষেপ চাই।”

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছিলেন, “কোথাও লাঠিচার্জ হবে না- আই অ্যাম টেলিং মাই পিপল। আমি প্রতিদিন অফিসারদের ট্রেনিং দিচ্ছি, আমার ট্রেইনার আছে, আমি লাঠিচার্জ করব না। আমি এদেশের লোক, এদেশের মানুষের ওপর আমি লাঠিচার্জ করব না।”

এর এক সপ্তাহ বাদেই ঢাকায় একদল আন্দোলনকারীর ওপর লাঠিচার্জের ঘটনা ঘটল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App